Home » অন্যান্য » ক্লিনচিট CoA-এর, দোষী নন মহম্মদ শামি

ক্লিনচিট CoA-এর, দোষী নন মহম্মদ শামি

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন মহম্মদ সামি। শীর্ষ আদালত নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (CoA) সাফ জানিয়ে দিল, গড়াপেটা কাণ্ডে জড়িত নন মহম্মদ সামি। ফলে তাঁর খেলার উপর আর কোনও নিষেধাজ্ঞা রইল না। পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও তাঁকে বার্ষিক চুক্তির আওতায় নিয়ে এসেছে। BCCI সামিকে B গ্রেডে নথিভুক্ত করেছে।
ইতিপূর্বে হাসিন জাহান মহম্মদ সামির বিরুদ্ধে ঘরোয়া নির্যাতন এবং নিকাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ আনায় BCCI বার্ষিক চুক্তি থেকে সামির নাম বাদ দিয়েছিল।
পাশাপাশি কোনও পাকিস্তানি মহিলার সঙ্গে তাঁর আর্থিক লেনদেন হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হয়েছিল। কিন্তু, রিপোর্টে দেখা গেছে সামি দোষী নন। এখন মহঃ শামি ভারতীয় দলে এবং আইপিএল দুটিতেই খেলবে বলবে জানানো হয় বিসিসিআই-এর তরফে।
এরপরেই মুখ খুললেন হাসিন জাহানের বাবা অর্থাৎ মহঃ শামীর শ্বশুর মহঃ হোসেন। তিনি বলেন তাকে যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ক্লিনচিট দিয়েছেন নিশ্চয় জামাইয়ের বিরুদ্ধে তোলা মেয়ের অভিযোগ প্রমান পাইনি। তাঁরা যেটা করেছেন আমার মনে হয় সবকিছু বিচার বিবেচনা করে সঠিক তদন্ত করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আমি জামাইয়ের সঙ্গে কথা বলতে চেয়ে ছিলাম, কিন্তু আমার কাছে থাকা মোবাইল নাম্বারটি সুইচ অফ থাকায় কথা বলতে পারিনি। ও যদি আমাকে একবার ফোন করতো বা যদি আমি কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। শুক্রুবার মেয়ে হাসিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন এবং সমস্ত ঘটনার কথা মেয়ে জানাবে। আমি চাইছি মেয়ে সুবিচার পাক এবং সমস্ত সমস্যার যেন দ্রুত সমাধান হয়ে যায়।

তথ্যঃ কৌশিক সালুই

Comments