দৌলতাবাদের হেকমপুরে বাড়ি হরি হালদারের। পেশায় মৎস্যজীবী। জলের সঙ্গে ওঠা বসা। অন্য দিনের মত সেদিনও মাছ ধরতে নৌকায় করে বেরিয়েছিলেন। জাল ফেলার ঠিক আগের মুহূর্তেই শুনতে পান বিকট আওয়াজ। দেখতে পাচ্ছেন বাস ধুবছে। তড়িঘড়ি নৌকা নিয়ে বাস থেকে চুলের মুঠি ধরে বের করেন এক মহিলাকে, তিনি এখন সুস্থ। তারপর যখন বাস জলের তলায় তখন একের পর এক উদ্ধার করেন তিনজনকে। কিন্তু আর পারেননি। বারবার প্রানের আশায় জলে ঝাঁপিয়েছেন তিনি। তাঁর এই প্রচেষ্টায় ও জলের নীচে এতক্ষন ধরে থাকার ক্ষমতা দেখে হতবাক প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলও। তবে তাঁর তবুও আক্ষেপ যদি আরও কয়েকজনের প্রাণ বাঁচাতে পারতেন।
এদিকে কাল পর্যন্ত উদ্ধার ৪২টি দেহ-
মৃত বহরমপুরের মলয় বিশ্বাস
মৃত করিমপুরের জয়শ্রী চক্রবর্তী(৩০)
মৃত করিমপুরের বিকাশ বিশ্বাস
মৃত করিমপুরের বিভাস কর্মকার
মৃত করিমপুরের প্রদ্যুৎ চট্টোপাধ্যায়
মৃত ডোমকলের পৃথ্বীরাজ চৌহান
মৃত জলঙ্গির পার্বতী হালদার (৫০)
মৃত রায়পুরের সুজয় মজুমদার (২৬)
মৃত ডোমকলের আলি বক্স (৩০)
মৃত সুন্দরপুরের সঞ্জয় সরকার (৩৬)
মৃত সুন্দরপুরের রুম্পা প্রামাণিক(৩০)
মৃত্যু রুম্পা প্রামানিক
ও তার ২ বছরের ছেলে দেবেরও
মৃত জলঙ্গির তমন্না ইয়াসমিন(২২)
ফারুক শেখ(২৫)
মণিরুল ইসলাম(২৮) জলঙ্গির বাসিন্দা
মৃত মণিরুল শেখ(৩০)
সৌমিত্র নন্দী (৪৩)
মৃত মিনতি মিত্র(৫০)
সফিরবীর রহমান(৩২)
মৃত সুরিয়া খাতুন(২)
রিপন শেখ(২৮)
মৃত রামকৃষ্ণ বিশ্বাস (৩৮)
কৃষ্ণা দাস চক্রবর্তী(৩৮)
মৃত জ্যোতিপ্রকাশ মাহাত
মৃত ছায়ারানি মাহাত(৭২)
জয়তীপ্রকাশ মাহাত(৫৮)
মৃত সুরজিৎ জানা
প্রবীর কুমার চৌধুরী
বাসের কনডাক্টর মিন্টু বিশ্বাস
উদ্ধার গোলাম মোস্তাফা (৫২)
বিকাশ বিশ্বাস (৫৭)
উদ্ধার প্রদ্যুৎ চৌধুরী (৪৮)
বিভূতিভূষণ কর্মকার
মহম্মদ রফিকুল
শুভব্রত মিত্র
মিনতি মিত্র
দিলসাহীন রহমান
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]