বীরভূমি
—–ঝর্ণা পাল।
বীরভূম এই বীরের ভূমি,
সোনার চেয়ে আরো দামী।
বীরচন্দ্রপুরের নিতাই চাঁদ,
হরিনামে ভরাল ধাম।
তারাপীঠের বামা ক্ষ্যাপা,
সবার মনে আছে গাঁথা।
পাথর চাপড়ির দাতাবাবা,
মেটায় সবার মনের আশা।
লাভপুরের তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়,
ভরিয়ে দিল বাংলার অধ্যায়।
কোকিল কন্ঠ পুর্ণদাস,
বাউল গানে তাহার নাম।
পদাবলীর কবি চন্ডিদাস,
বীরভূমেরই নানুরে বাস।
বোলপুরের শান্তিনিকেতন,
বিশ্বকবি পেতেছে আসন।
বলব আর কত বীরভূমের কথা,
গর্বে আমার উন্নত হয় মাথা।
মাগো, আমায় জনম জনম ধরে,
জন্ম দিও এই বীরভূমের কোলে।