সুদীপ্তা বেজ, শুভ্রমোহন দাস ও রাকেশ মন্ডল – আজ আমাদের বীরভূম লাল মাটির দেশের পরিবারের তিন উজ্জ্বল মুখ। ২০১৬ সালের মাধ্যমিক পরীক্ষায় এই তিন ছাত্র ছাত্রী হাজারো অভাব, দৈন্য ও প্রতিবন্ধকতা কে অস্বীকার করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলো। আমরাও তাদের এই লড়াই কে সম্মান জানাতে তাদের পাশে দাঁড়িয়ে অঙ্গীকার করেছিলাম, যতদিন তারা এই ভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করবে, বীরভূম লাল মাটির দেশও ততদিন আপ্রাণ চেষ্টা করে যাবে সবরকম সহযোগিতা করার। আজ এই তিন জন ই দ্বাদশ শ্রেণী তে উঠতে চলেছে। চোখে একরাশ স্বপ্ন। সেই স্বপ্ন কে স্বার্থক করতে পূর্ব প্রতিশ্রুতি মতো দ্বাদশ শ্রেণীর সব পাঠ্যপুস্তক তাদের হাতে তুলে দেওয়া হলো।তারা এগিয়ে চলুক, লড়াই করে সাফল্যের শিখরে পৌঁছাক এই শুভেচ্ছা রইলো।