বীরভূম ৯ জুলাইঃ- বালি বোঝায় গাড়ি পারাপার করে রাস্তার অবস্থা বেহাল। এই অভিজোগ তুলে বীরভুমের মহম্মদ বাজারের মোলপুরে বিক্ষোভ গ্রাম বাসীদের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে পরিস্থতি নিয়ন্ত্রন করতে এলাকায় পুলিশ। স্থানীয় সুত্রে জানা গিয়েছে ময়ূরাক্ষী নদীর মোলপুরে সরকারী অনুমোদনে চলছে কয়েকমাস ধরে বালি তোলার কাজ। সেই বালি বোঝায় লড়ি মোলপুর গ্রামের ভিতরের রাস্তা দিয়ে যাতায়তের ফলে রাস্তা বেহাল হয়ে পড়েছে। চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে বলে গ্রাম বাসীদের অভিযোগ। এদিন সেই বালি ঘাটের অফিসে গিয়ে গ্রাম বাসীদের বিক্ষোভ। তাঁদের দাবি রাস্তা মেরামত করে দিতে হবে এবং বালি ঘাট চালু থাক কিন্তু বিকল্প রাস্তা দিয়ে লড়ি পারাপার করতে হবে। ঘটনা স্থলে মহম্মদ বাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। গ্রামবাসী সমীর দেওরী, সনৎ চক্রবর্তী, ঝুমা সিং এবং সুনীতি চক্রবর্তীরা অভিযোগ করে বলেন, বালি বোঝায় লড়ি চলাচল করে গ্রামের মূল রাস্তাটির অবস্থা বেহাল হয়ে গিয়েছে। রাস্তাতে চলাফেরা করা যাচ্ছেনা। আমাদের দাবি এই রাস্তা মেরামত করে দেওয়া হোক ও বিকল্প রাস্তা করে বালির গাড়ি চলুক। বালি ঘাটের মালিক মদনমোহন মন্ডল বলেন, রাস্তা বেহাল হয়ে গেলে তো বালি লড়িই চলবে না। ক্ষতি তো আমাদের হবে। আমরা নিজেদের উদ্যোগে রাস্তা নিয়মিত রক্ষনা বেক্ষন করে থাকি। এখন যদি কোথাও খারাপ থাকে আমরা সেটা মেরামত করে দেবো।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]