সিউড়ি দুবরাজপুর রাস্তায় জাতীয় সড়কের মাঝে পড়ে এই বক্রেশ্বর সেতু। কিছু দিন আগেই এখানে ময়ূরাক্ষী ক্যানেল ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছিল। ক্যানেল ভাঙার ফলে জাতীয় সড়কের একাংশ ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকদিন যান চলাচল বন্ধ ছিল। এবার সেখানেই আমাদের প্রতিনিধির চোখে পড়লো সেতুর ভাঙ্গা অংশ। সেতুর ধারে ধারে থাকা ব্যারিকেটের একাংশ ভেঙ্গে পড়েছে। একটি মাত্র কাঠ দিয়ে সুরক্ষার কথা ভাবা হচ্ছে। দিনে রাতে এই পথ দিয়ে অজস্র বড় ছোট গাড়ি যাতায়াত করে, হেঁটে চলে মানুষ, যাতায়াত করেন সাইকেল , মোটর সাইকেল আরোহীরা। যেকোন সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। দিন কয়েক আগে মুর্শিদাবাদের দুর্ঘটনার কথা ভেবে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব এই সেতুর মেরামতির ব্যবস্থা করে জনগনের সুরক্ষা প্রদান করা হোক।
ভিডিও ও তথ্যঃ গৌড় চক্রবর্তী
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]