***বর্ষার উৎপাত***
কাবু মণ্ডল
এমনিতে বর্ষাকাল ,ঋতু বেশ ভালো,
প্রতিদিনই লোডশেডিং, মোমবাতি, হারিকেন জ্বালো।
সকাল থেকেই বৃষ্টি, ঘন মেঘ কালো,
সারা ঘর মাছির উৎপাতে শরীর ও মন
দুই থাকে না ভালো।
সারাদিন জলে কাজ করে যায় যারা,
হাতে ,পায়ে হাজা থেকে মুক্তি পায় না তারা ।
তারপর বৃষ্টিতে ভিজলেন আপনি, কিংবা ছেলে, মেয়ে যদি সখ করে,
সর্দি, কাশি ,জ্বর পাবেন ঘরে ঘরে।
জল পান করলেন,যদি না ফিল্টার করা,
টাইফয়েড, বা জন্ডিসে নির্ঘাত পড়বেন ধরা।
এখানে, সেখানে জল জমবে যখন,
ডেঙ্গু, ম্যালেরিয়া তাদের সেরা খেলা দেখাবে তখন।
বর্ষাকাল পছন্দের কাল, করি তার গূণ,
একবালতি দুধে পড়লো এইসব চুন।
24/06/2016
এই বর্ষাকালে শরীর ঠিক রাখতে আগে থেকেই আমরা সতর্ক হয়, এই আবেদন রাখলাম আপনাদের কাছে….