Home » কবিতা ও ছড়া » বুদ্ধ প্রার্থনা

বুদ্ধ প্রার্থনা

আজি তোমার আবির্ভাব দিবস,
হে মহান , মহামতি বুদ্ধ
সদাই রেখো আমার মন,
আপন কর্মের প্রতি শুদ্ধ।

ভালো মন্দের বিচার করার,
জোগাও তুমি বুদ্ধি,
পাশে থাকুক তোমার উপদেশ,
নিত্যদিনের উপলব্ধি।

লোভ, লালসা দূর করো মোর
জাগাও মনের পবিত্রতা,
জীবের প্রতি ভালোবাসা জাগুক,
দূর করো মনের হিংস্রতা।

চিনতে পারি যেন নিজের স্বরূপ,
শুনতে পাই যেন মনের কথা
সত্য কে যেন সদাই গ্রহণ করি ,
ত্যাগ করতে পারি যেন সকল দুর্বলতা।

তোমার দেখানো পথে, হে পিতা,
প্রেম বিলায় সকল মানবকূলে
শত্রু, মিত্র সকলকেই গ্রহণ করি যেন
আমিত্ব’র অহংকার ভুলে।

ধর্ম, বর্ণ, জাতি না দেখে
জাগাও হে প্রভু বিবেকের দৃষ্টি
মানবতাবোধ হোক সম্পর্কের ভিত্তি
হোক নব ঐকতানের সৃষ্টি।

তোমার দেখানো পথে চলে,
পৃথিবীতে বন্ধ হোক যুদ্ধ,
জন্মদিনে প্রনাম জানাই ,
হে মহামতি, ঈশ্বর বুদ্ধ।।

বিষ্ণু মণ্ডল

Comments