দুবরাজপুর : জেলায় চলছে এখন চলমান বই প্রদর্শনী এবং বিক্রি। বীরভূমের ১৯ টি ব্লকে ঘুরছে এই ভ্রাম্যমান বাস। ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের , ন্যাশনাল বুক ট্রাস্টের উদ্যোগে এবং বীরভূম জেলা সর্বশিক্ষা মিশনের ব্যবস্থাপনায় আজ দুবরাজপুর ব্লকের সারদা ময়দানে এই বই ভর্তি বাস এসে হাজির হয়। ব্লকের বিভিন্ন স্কুল, ছাত্র ছাত্রী , শিক্ষানুরাগীরা এই ভ্রাম্যমান বই মেলায় উপস্থিত ছিলেন। বীরভূমে গত ১৮ ই এপ্রিল থেকে এই চলমান বই প্রদর্শনী চলছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে সিউড়ি, সাঁইথিয়া, রাজনগর, খয়রাশোল এই সব ব্লকে প্রদর্শনী হয়ে গেছে বলে জানিয়েছেন বুক ট্রাস্টের সেলস মার্কেটিং ex শেখর নস্কর, স্বপ্নশুভ্র ব্যানার্জি। জেলায় প্রতি বছর বইমেলা হয়, কিন্তু সেইবমেলায় সবাই উপস্থিত হতে পারেন না। এই ভ্রাম্যমান বইমেলা তাই পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। নবস্বাক্ষর থেকে মাস্টার ডিগ্রি, ph.d., লেভেলের এইসব বই বিক্রি হচ্ছে ১০% ছাড় দিয়ে।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ