Home » কবিতা ও ছড়া » বৃষ্টি

বৃষ্টি

যখন আমি খোলা আকাশের দিকে তাকিয়ে,
চাতক পাখির মত তোর অপেক্ষায় রইব।
ঘন্টার পর ঘন্টা তোর দেখা না পেয়ে,
ব্যর্থ হয়ে যখন অবশেষে নিজের রুমে যাব।
তুই তখন আকাশ ঘিরে কালো মেঘ ঘনিয়ে,
টুপটাপ থেকে ঝিরঝির শব্দ নিয়ে,
অালতো ভেজা ধূলো-মাটির
সোঁদা গন্ধে আমায় পাগল করাতে
তুই আসবি….
মানকচু পাতার উপর যখন
ঝরে পড়বে তোর ফোঁটা ফোঁটা
স্বর্নরেনুর মতো বৃষ্টি কনার টোপ
ঠিক তখনই আমার জানালার পাশে
এসে তুই বোলবি এইতো আমি এসে গেছি॥
মনোতোষ চৌধুরী

[uam_ad id=”3726″]

Comments