লাভপুর : এই প্রথম শখের যাত্রা দলের পেশাদার অভিনেত্রীদের সংবর্ধনা দিল লাভপুর বীরভূম সংস্কৃতি বাহিনী। জেলা নাট্য উৎসব উপলক্ষে গত সোমবার স্থানীয় অতুলশিব মঞ্চে সংবর্ধনা দেওয়া হল পাঁচজন শিল্পীকে।
অভাবের তাড়নায় সমাজের মূলস্রোত থেকে ছিটকে গিয়ে সামান্য কিছু পারিশ্রমিকের ঠিকা চুক্তিতে এই সকল মহিলারা নাম লেখান যাত্রাদলে মহিলা চরিত্রের শিল্পী হিসেবে। অনেকেই ১৮ বছর থেকে এই পেশায় যুক্ত হয়েছেন, এখন বয়স ৫৩ , অভিনয় করে ফেলেছেন ২০০০ এর বেশি পালায়, কিন্তু কোথাও এই ভাবে শিল্পীর সম্মান মেলেনি।
যাত্রাপালায় রাতের পর রাত তাদের মেলেনি মহিলা শিল্পী হিসেবেও কখনো আলাদা থাকার স্থান।
এই হেন অবস্থায় বীরভূম সংস্কৃতি বাহিনীর সম্পাদক উজ্জ্বল মুখোপাধ্যায় এই সকল সমাজের এককোনে পড়ে থাকা শিল্পীদের সম্মাননা দেওয়ার কথা ভাবেন, আর যেই ভাবা সেই কাজ।
জবা ভট্টাচার্য, নারায়ণী গোস্বামী, গায়েত্রী মুখোপাধ্যায়, কৃষ্ণাদেবী (মুখোপাধ্যায়), বেবি চট্টোপাধ্যায়ের মত এমন শিল্পীরা এহেন সম্মাননা পেয়ে ধরে রাখতে পারেননি তাদের চোখের জল।
এই সকল শিল্পীদের হাতে স্মারক সম্মান তুলেদেন বীরভূমেরই কয়েকজন উজ্জ্বল নাট্যকর্মী অতনু বর্মন, সুব্রত নারায়ন বন্দোপাধ্যায়, মহাদেব দত্ত, হরি প্রসাদ সরকার প্রমুখেরা।।
ছবি : উজ্জ্বল মুখোপাধ্যায়।
তথ্যঃ সহায়তায় আনন্দ বাজার পত্রিকা