Home » জেলার খবর » জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় সাফল্য চার ছাত্রের

জীবনের প্রথম বড় পরীক্ষায় বড় সাফল্য চার ছাত্রের

সিউড়ি : সিউড়ি শ্রী অরবিন্দ ইনস্টিটিউট ফর সাইটলেস স্কুলের চার ছাত্র এবছর ছাত্র জীবনের প্রথম বড় পরীক্ষায় বসেছিল। সোমনাথ হেমব্রম, শেখ নবিরুল, বিবেক ব্যানার্জি ও সীতারাম মাঝি দৃষ্টিহীন এই চার ছাত্র।
পরীক্ষার রেজাল্ট বের হওয়ার সাথে সাথেই সামনে চলে এল তাদের একাগ্রতা , একনিষ্ঠ প্রচেষ্টার ফলাফলও। অস্বাভাবিক মনোবল আজ তাদের সাফল্যের চাবিকাঠি। চারজনের নাম্বারই ৬০০ এর উপর। তিনজনের নাম্বার আবার ৯০ শতাংশের বেশি।
তাদের এমন সাফল্যের জন্য স্কুলের প্রধান শিক্ষক শ্রী উজ্জ্বল কুমার সিংহ মহাশয়কে কৃতজ্ঞতা জানিয়েছেন ওরা সকলে।
ভবিষ্যতে তারা সিউড়িতেই কলা বিভাগ নিয়ে পড়াশুনার কথার জানিয়েছেন।
[uam_ad id=”3726″]

Comments