Home » জেলার খবর » টিফিনের টাকা বাঁচিয়ে বন্যা কবলিতদের পাশে স্কুলছাত্রী

টিফিনের টাকা বাঁচিয়ে বন্যা কবলিতদের পাশে স্কুলছাত্রী

টিভির পর্দায় দেখেছে এবং সংবাদ পত্রে পড়েছে উত্তর বঙ্গের সম্প্রতি বন্যার ভয়াল চিত্র। খাবার ও আশ্রয়ের জন্য অসহায় মানুষের হাহাকার তার বালিকা মনকে কষ্ট দিয়েছে। সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে নিজের টিফিনের খরচ একটু একটু করে জমিয়ে সেটা তুলে দিলো জেলা শাসকের হাতে। যা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে জমা হবে।
বীরভূমের সিউড়ির যদু রায় উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী সুলগ্না সেন। এদিন তার জন্ম দিন। আর সেই জন্ম দিনে এক মহৎ কাজে সামিল হলো সে নিজেই। মঙ্গলবার বীরভূমের জেলা শাসক পি মোহন গান্ধীর হাতে তুলে দিলো সে এক হাজার টাকা। যে টাকা উত্তর বঙ্গের বন্যার দুর্গতদের সাহায্যের জন্য ত্রান তহবিলে জমা হবে। স্কুলের টিফন খরচের জন্য বাবার কাছ থেকে যে টাকা পাওয়া যেতো সেই টাকা বাঁচিয়ে নিজের জন্মদিনে বন্যা দুর্গতদের জন্য তুলে দিয়েছে। ক্ষুদ্র প্রচেষ্টা হলেও মহৎ এই উদ্যোগ কে কুর্নিশ জানিয়ে সকলেই। সুলগ্না সেন জানায়, বন্যায় আক্রান্তদের করুন মুখ আমার মনকে খুব কষ্ট দিয়েছিল। বাবার কাছ থেকে যে টিফিনের টাকা পেয়েছিলাম সেই টাকা জমিয়ে আমার জন্ম দিনে জেলা শাসকের কাছে তুলে দিলাম।
ভিডিও : প্রসেনজিৎ মালাকার
তথ্যঃ কৌশিক সালুই

আরও ভিডিও দেখুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং জেলার অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন

 

আমাদের ইউটিউব চ্যানেল ?   www.youtube.com/c/BirbhumTheLandofRedSoil

[uam_ad id=”3726″]

Comments