Home » জেলার খবর » সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির

সাইবার ক্রাইম নিয়ে সচেতনতা শিবির

বীরভূম ২৩ জুলাইঃ- সাইবার ক্রাইম নিয়ে জেলা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে সচেতনতা শিবির ও সেমিনার অনুষ্ঠিত হল বীরভূম জেলা পুলিশের সিউড়ির সদর কার্যালয়ে। পাশাপাশি কিভাবে সাইবার ক্রাইমের পুলিশ তদন্ত করবে এবং মোকাবিলা করবে সেই নিয়ে আলোচনা করা হয়। পুলিশের সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রবিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সিআইডির সাইবার সেলের আইনজ্ঞ বিভাস চ্যাটার্জী, জেলা পুলিশ সুপার সুধীর কুমার নীল কান্তম, অতিরিক্ত পুলিশ সুপার জোবি থমাস কে,বিভিন্ন থানার সি আই,আইসি এবং আধিকারিকেরা।
সম্প্রতি দেশ তথা রাজ্য জুড়ে ফেসবুক ও হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অপরাধের ঘটনা ঘটছে। বাদুরিয়াতে ফেসবুকে ধর্মীয় ভাবাবেগ কে আঘাত করে পোষ্ট,ইলামবাজারেও সেই একই ঘটনা কে কেন্দ্র করে উত্তাল হয়েছিল গোটা এলাকা। আরো অনেক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। রামনবমীর দিন সিউড়িতে ধর্মীয় মিছিলে পুলিশের লাঠিচার্জ এর একটি ভূয়ো ভিডিও এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য বিজেপির আসানসোল এর সাইবার সেলের এক কর্মী ফেসবুকে ছড়িয়ে ছিল। সেই ঘটনায় আসানসোলের সেই বিজেপি কর্মীকে সিআইডি গ্রেফতার করছে। দিনের পর দিন এই ধরনের অপরাধ সোসাল মিডিয়ায় বেড়েই চলেছে। সেই সমস্ত অপরাধের সঠিক কিনারা কিভাবে করতে হবে সেই বিষয়ে এদিনের সেমিনারে আলোচনা হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে সাধারন মানুষের সচেতনতা বাড়াতে হবে। জেলা পুলিশ সুপার সুধীর নীল কান্তুম বলেন, সাইবার ক্রাইমে সমাজে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। সেই সমস্ত ঘটনা কিভাবে মোকাবিলা করা যাবে তার সেমিনার ও আলোচনাচক্র হয়েছে জেলা পুলিশের উচ্চ পর্যায়ের আধিকারিক ও অফিসারদের নিয়ে। সি আই ডির আইনজ্ঞ বিভাস চ্যাটার্জি বলেন,দিনের পর দিন আমাদের দেশে মোবাইল ও ইন্টারনেট ব্যবহার বেড়েই চলেছে।আর এতেই বাড়ছে সাইবার ক্রাইম।এত বেশী ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়া তাতে পুলিশের নজর দারি করা অসম্ভব হয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ধর্মীয় ভাবাবেগ আঘাত করে যে পোষ্ট হচ্ছে তাতে সমাজের মানুষ নিজের হাতে নিজেই আইন তুলে নিচ্ছে। ফলে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাতে একটা প্রশ্ন উঠছে আমরা কি সোশ্যাল মিডিয়া ব্যবহার করার মতো হয়েছি কিনা। সোশ্যাল মিডিয়ায় যে কোন ধরনের পোষ্ট দেখে মনে করা উচিৎ নয় যে এই সেই ব্যাক্তি করেছে। সেটা দেখবে পুলিশ।আইন কোন ভাবেই নিজেদের হাতে তুলে নেওয়া ঠিক নয়। আমদের মতো তৃতীয় বিশ্বের দেশে বসবাস কারী মহিলা ও শিশুরা সোশ্যাল মিডিয়ায় ক্রাইমের স্বীকার হচ্ছে। অনেক সময় মেয়েরা অজ্ঞ হয়ে তার কিছু বিশেষ ছবি তার কাছের মানুষের কাছে দিচ্ছে সেটা অনেকের আবার ইন্টারনেটে ভাইরাল হয়ে যাচ্ছে। এসব ক্ষেত্রে মেয়েদের সচেতন হতে হবে। ফেসবুকে অপরিচিত ব্যাক্তির সঙ্গে বন্ধুত্ব করা ঠিক নয়। ফেসবুক ব্যবহারের সময় সচেতন হতে হবে। ফোনে ব্যাঙ্কের তথ্য জেনে এখন টাকা লোপাট হচ্ছে। ব্যাঙ্কের কোন কিছু তথ্য কারুর সঙ্গে শেয়ার করা যাবে না। এক মাত্র ব্যাঙ্কে গিয়ে করা যেতে পারে। ব্যাঙ্ক কোন দিন ফোন করে না তার গ্রাহক কে। এই বিষয়ে সচেতন হতে হবে। প্রতি ১০ মিনিটে ভারতে একটি করে সাইবার ক্রাইম রেকর্ড হচ্ছে এবং আগামি দিনে এটা বাড়বে। তাই সকলকে সচেতন হতে হবে। তাহলে কমানো যাবে সাইবার ক্রাইম।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]

Comments