চাওয়া
প্রসূন ঘোষ
হে হতভাগ্য প্রাণী,
ছিল না কিছুই
যদি কিছু পেয়ে যায়
সে বলে আমার আরও চায়।
খিদে তার মেটে না।
ছিল না কিছুই
দিল আজ অনেক
তবুও সে আরও চায়, আরও চায়,
করিয়া মরে।
এমন প্রাণী কে আর হতে পারে
মানুষ ছাড়াই।
***
চাওয়া
প্রসূন ঘোষ
হে হতভাগ্য প্রাণী,
ছিল না কিছুই
যদি কিছু পেয়ে যায়
সে বলে আমার আরও চায়।
খিদে তার মেটে না।
ছিল না কিছুই
দিল আজ অনেক
তবুও সে আরও চায়, আরও চায়,
করিয়া মরে।
এমন প্রাণী কে আর হতে পারে
মানুষ ছাড়াই।
***