Home » ছাত্রবন্ধু » ছাত্রবন্ধু -২০২০ আবেদন

ছাত্রবন্ধু -২০২০ আবেদন

প্রতি বছরের মতো এবছরও বীরভূম লাল মাটির দেশ “ছাত্রবন্ধু” কর্মসূচির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের কৃতি ছাত্রছাত্রীদের পাশে সাধ্যমত থাকার চেষ্টা করবে ।

ছাত্র ছাত্রীরা নিচের আবেদনের শর্ত মেনে আবেদন করতে পারেন-
১.ছাত্র/ছাত্রীকে অবশ্যই বীরভূম জেলার বাসিন্দা হতে হবে।
২.ছাত্র ছাত্রীদের অবশ্যই ২০২০ সালে রেগুলারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৯০% বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
৩.অৰ্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্র/ছাত্রীরা উপরোক্ত নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন।
৪.আবেদনের জন্য নির্ধারিত অনলাইন ফর্মের মাধ্যমেই আবেদন করাতে হবে।
৫.আবেদন করবেন ৫ই আগস্ট ২০২০, বিকেল ৫.30 মিনিট  এর মধ্যে।
৬.প্রকৃত ছাত্র ছাত্রী নির্বাচিত হবে সমস্ত তথ্য বিবেচনার মাধ্যমে।
৭. ফর্মের তথ্য় গুলি ইংরাজিতে ফিলাপ করবেন।

অনলাইন আবেদনের লিঙ্ক

 

 

 

 

Comments