আজ ১৪ ই নভেম্বর,শিশুদিবস,তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা।আজ তাই সর্বত্র তারই উজ্জাপন। কিন্তু যে শিশুরা আমাদের আগামী কালের সকল সম্ভাবনাকে তাদের কোমল মনের কোণে লালন করে চলেছে,সেখানে শিক্ষার আলো টুকু না পৌঁছলে,আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে না।সেই লক্ষ্যেই,আজ বীরভূম লাল মাটির দেশ পৌঁছে গেছিলো সিউড়ির উপকণ্ঠে কুলেরা গ্রামে।অধিকাংশ মানুষই শ্রমজীবী,বেশির ভাগ পরিবারই সারাদিন আবর্জনার স্তুপ ঘেঁটে প্লাস্টিক জোগাড় করে দিন গুজরান করেন।কিন্তু সেই সব পরিবারের শিশুদের চোখে যে আত্মপ্রত্যয় ও স্বপ্নের হদিস আমরা পেয়েছি,সেই স্বপ্নকে বাস্তবায়নের পথে আরেকটু এগিয়ে দিতে তাদের হাতে তুলে দেওয়া হলো স্লেট, পেন্সিল,বর্ণপরিচয় সহ অন্যান্য শিক্ষাসামগ্রী।আগামী প্রজন্মের এই সম্ভাবনাময় এই ঝকঝকে মুখ গুলিই আমাদের বিশ্বাস যোগাবে, প্রাণিত করবে লক্ষ্যে অবিচল থাকতে।