Home » জেলার খবর » বীরভূমের কুরুমসা গ্রামে জলে ডুবে মৃত ষষ্ঠ শ্রেণীর ছাত্র

বীরভূমের কুরুমসা গ্রামে জলে ডুবে মৃত ষষ্ঠ শ্রেণীর ছাত্র

লাগাতার বৃষ্টিতে জল ছাড়া হচ্ছে বীরভূমের বিভিন্ন ড্যাম গুলি থেকে । কুয়ে, বক্রেশ্বর নদীতে জল বাড়ায় জলমগ্ন হয়ে পড়েছে বেশ কয়েকটি গ্রাম । কিছু কিছু গ্রামে বিপদসীমার কাছাকাছি জলস্তর । বন্যার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী । এমন অবস্থায় শনিবার জলে ডুবে মারা গেল এক কিশোর । আমোদপুর পঞ্চায়েতের অন্তর্গত কুরুমসা গ্রামের ঘটনা । নদীর জল দেখতে বন্ধুদের সাথে গিয়েছিল ওই গ্রামেরই বাসিন্দা বছর এগারোর অর্ণব চ্যাটার্জী । খুব কাছ থেকে দেখতে গিয়ে জলে পড়ে যায় অর্ণব । বন্ধুদের চিৎকার শুনে গ্রামবাসীরা তাকে উদ্ধার করার চেষ্টা করে । কিন্তু শেষ রক্ষা হয়নি । মারা যায় অর্ণব । শোকের ছায়া গোটা এলাকায় ।এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয় আমোদপুর পঞ্চায়েত । পঞ্চায়েতের তরফে গাড়িতে করে সতর্কবার্তা প্রচার শুরু হয় পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় । সাধারণ মানুষকে নদীতে নামতে এবং নদীর কাছাকাছি যেতেও নিষেধ করা হয় ।

ছবি ও তথ্যঃ চন্দন কর্মকার
[uam_ad id=”3726″]

Comments