এ যেনো জেলা ক্রিকেটের নন্দন কানন। হ্যাঁ শুনতে অবাক লাগলেও বীরভূমের এক অখ্যাত গ্রামে ক্রিকেট খেলার পরিকাঠামো নিয়ে গড়ে উঠছে স্টেডিয়াম। যেখানে জুনিয়ারদের কোচিং করানোর পাশাপাশি খেলার মাঠ যে ভাবে তৈরি হচ্ছে তা সরকারী উদ্যোগ কেউ লজ্জা দিতে পারে। জেলাতে প্রথম ফ্লাড লাইটে ক্রিকেট ম্যাচ খেলার পরিকাঠামো ও করেছেন তিনি, মহিম শেখ। বাড়ি বীরভূমের সদাইপুর থানার বড় গুনসিমা গ্রামে। যিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে গড়ে তুলছেন একটি স্টেডিয়াম আর চলছেও ক্রিকেটের কোচিং সেন্টার। মহিমবাবু দুবরাজপুর পঞ্চায়েত সমতির পুর্ত কর্মাধক্ষ। আর তার উদ্যোগে প্রথম কোনো বিদেশী ক্রিকেট দলকে নিয়ে হল বীরভূম জেলায় ক্রিকেট সিরিজ ‘মৈত্রী কাপ’। প্রতিবেশী দেশ বাংলাদেশের ফেণী জেলা ক্রিকেট সংস্থার দল এসেছে এই সিরিজ খেলতে। খেলছে এম জি রয়েল ক্রিকেট কোচিং সেন্টারের বিরুদ্ধে। বীরভূমের সদাইপুর থানার সাহাপুর বড় গুনসিমাতে এম জি রয়েল স্পোর্টস একাডেমির মাঠে এই সিরিজ হয়। ২টি ওয়ানডেতে ১-১ ম্যাচের ফলাফল ও ২ টি ২০ ম্যাচে ফলাফল এম জি আর ২ শুন্য ব্যবধানে জয়লাভ করে এই ‘মৈত্রী কাপ’ সিরিজে। শেষটি ২০ ওভারের ম্যাচে অতিথি দলকে ৬ উইকেটে পরাজিত করে এম জি রয়েল ক্রিকেট একাডেমী। টসে জিতে প্রথমে ব্যাট করে ফেনী জেলা ক্রিকেট সংস্থা ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান করে। এম জি রয়েল ক্রিকেট একাডেমী ১৭ ওভারে ৪ উইকেটে হারিয়ে ১১৬ রান তুলে ম্যাচ জিতে নেয়। মধুসূদন হাজরা ৩৭ রান করে দলকে জেতায়। তিনি ম্যাচের সেরা খেলোয়ার হয়েছেন। সিরিজের সেরা হন বাংলাদেশের অধিনায়ক তহিদুর রহমান ও সেরা বোলার হন ওই দলের রিয়াধ হোসেন।
তথ্যঃ কৌশিক সালুই