বীরভূমের রামপুরহাটের কল্পনা আইচ মৃত্যুর পর চক্ষুদান করে অনন্য নজির গড়ে গেলেন। বাড়ি বীরভূমের রামপুরহাটের নিশ্চিন্তপুরের সুকান্তপল্লীতে। ২০০৯ সালে এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থায় মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করেছিলেন তিনি। তারপর গত শুত্রুবার গভীর রাতে বার্ধক্যজনিত রোগে ৮২ বছর বয়সে দেহত্যাগ করেন। মৃতার ইচ্ছামত আজ পরিবারের সদস্যবৃন্দ উনার কর্নিয়া দুটি দান করলেন।
আজ সকালে সংস্থার দুর্গাপুরের চিকিৎসকেরা রামপুরহাটে তার বাড়িতে এসে কর্নিয়া দুটি করেন । তারা জানান কর্নিয়া দুটি কলকাতা মেডিক্যাল কলেজের আই ব্যাঙ্কে জমা দেওয়া হবে ।
আমাদেরও উচিত এইভাবে এগিয়ে আসা, আপনার, আমার, আমাদের মরণোত্তর চক্ষুদানে অন্যকেউ দেখতে পারে পৃথিবীর আলো।