আমরা ‘বীরভূম লাল মাটির দেশ” কোরোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে বিগত দিন গুলির মতো আজও ০৬ এপ্রিল ২০২০ দুবরাজপুর ব্লকের পূর্ব বনকাঠি- লাড্ডু পাড়া এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায় ৪৭ টি পরিবারে পৌঁছে দেওয়া হলো চাল, ডাল, লবন, হলুদ, বিস্কুট, সহ খাদ্যসামগ্রী।
এই বিপর্যয়ে আমরা আপনাদের সাহায্যেই হাতে হাত মিলিয়ে মানূষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশে থাকা নয়, পাশে থেকে ভরসা দিয়ে বাঁচতে শেখানোর নামই বীরভূম লাল মাটির দেশ।
আপনিও এগিয়ে আসুন, অন্যের হাসির অংশীদার হোন আপনিও।


