আমরা ‘বীরভূম লাল মাটির দেশ” কোরোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে বিগত দিন গুলির মতো আজও (29-04-2020) সিউড়ি রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকা এবং কড়িধ্যা সংলগ্ন কয়েকটি পরিবার সহ মোট 35 টি পরিবারকে পৌঁছে দেওয়া হলো চাল, ডাল, লবন, হলুদ, বিস্কুট, সহ খাদ্যসামগ্রী।
এই বিপর্যয়ে আমরা আমাদের সামর্থের শেষ বিন্দু পর্যন্ত মানূষের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
পাশে থাকা নয়, পাশে থেকে ভরসা দিয়ে বাঁচতে শেখানোর নামই বীরভূম লাল মাটির দেশ। আপনিও এগিয়ে আসুন মানসিকভাবে, ঘরবন্দি থেকেও নিজের সামর্থ্য মতো কিছু অর্থ দিয়ে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর পাশে দাঁড়ান।
আশা রাখি, এই বিষন্ন সময়ে আপনাকে পাশে পাবো আমরা। ‘সকলের তরে সকলে আমরা’ একসাথে এগিয়ে যাব। একবার এগিয়ে আসুন, অন্যের হাসির অংশীদার হোন আপনিও। পৃথিবীর সব রঙ মিশে গিয়ে একটাই রঙ হোক, ভালোবাসার রঙ, পাশে দাঁড়ানোর রঙ, মানসিকতায় রঙ, সাহায্যের রঙ।



আমাদের আবেদন – https://birbhum.org/covid-relief-donation/
- প্রস্তুতি – উৎসবে আনন্দদান ২০২8, ৩রা অক্টোবর ২০২8, বেলা ১২ টায় রবীন্দ্রসদন সিউড়ি
- উৎসবে আনন্দদান ২০২২ উপলক্ষে বীরভূম লাল মাটির দেশ যে শুভেচ্ছাবার্তা গুলি পেয়ে সমৃদ্ধ হয়েছে
- সবার সাদর আমন্ত্রণ-“উৎসবে আনন্দদান ২০২8” : ৩রা অক্টোবর ২০২8, বেলা ১২ টায় রবীন্দ্রসদন সিউড়ি
- আনন্দে হাসি মাখা মুখগুলো ছড়িয়ে থাকুক জেলা জুড়ে, এবারও জেলার ১৯ টি ব্লক ও সংলগ্ন পৌরসভা এলাকা থেকে ১৫৩০ জন শিশু
- “উৎসবে আনন্দদান ২০২৪“- এবারও লক্ষ্য, “দেড় হাজার শিশুকে” নতুন জামা উপহার দেওয়ার