Home » Covid Relief » কোরোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে পাশে থাকার আবেদন

কোরোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে পাশে থাকার আবেদন

একটা লড়াই! ঘরবন্ধি থেকে নিজের অস্তিত্ব’টুকু টিকিয়ে রাখার লড়াই। একটা মৃত্যুভয়! ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়েও সুদিনের আশায় পথ চেয়ে থাকা। একদিন সব ভালো হবে ভেবে দিন গুনে যাওয়া।
লকডাউনের রেশ পৌঁছে গিয়েছে শহর থেকে গ্রামে, বন্ধ সাধারণ মানুষের রুটি রোজগার। কিন্তু খিদে তো পরিস্থিতি মানে না, মানে না লকডাউন। এই অসহায় বন্ধি জীবনের কথা মাথায় রেখে সামাজিক দূরত্ব মেনেই বীরভূম লাল মাটির দেশ পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। মানুষের হাতে তুলে দিচ্ছেন তাঁদের নিত্য প্রয়োজনীয় খাদ্যটুকু।

পাশে থাকা নয়, পাশে থেকে ভরসা দিয়ে বাঁচতে শেখানোর নামই বীরভূম লাল মাটির দেশ। আপনিও এগিয়ে আসুন মানসিকভাবে, ঘরবন্দি থেকেও নিজের সামর্থ্য মতো কিছু অর্থ দিয়ে দিন আনা দিন খাওয়া মানুষ গুলোর পাশে দাঁড়ান।

আশা রাখি, এই বিষন্ন সময়ে আপনাকে পাশে পাবো আমরা। ‘সকলের তরে সকলে আমরা’ একসাথে এগিয়ে যাব। একবার এগিয়ে আসুন, অন্যের হাসির অংশীদার হোন আপনিও। পৃথিবীর সব রঙ মিশে গিয়ে একটাই রঙ হোক, ভালোবাসার রঙ, পাশে দাঁড়ানোর রঙ, মানসিকতায় রঙ, সাহায্যের রঙ।

অনলাইনে ডোনেশন পাঠাতে ক্লিক করুন লিঙ্কে – https://rzp.io/l/covid-relief-birlmd

ডোনেশন পাঠাতে পারেন বীরভূম লাল মাটির দেশ একাউন্টে
Payee Name – BIRBHUM LAL MATIR DESH
State Bank of India Current A/C – 37114181326
IFSC- SBIN0008720, Branch- Kaijuli More

বিস্তারিত জানুন- www.birbhum.org

বীরভূম লাল মাটির দেশ
Address : , Suri, Birbhum, West Bengal,731101
website: www.birbhum.org
Ph & WhatsApp: 9083950005
email : birbhumlalmatirdesh@gmail.com
facebook : facebook.com/birbhumlalmatirdesh

Comments