বীরভূম ১৫ জুনঃ- ফের বীরভূমে আক্রান্ত দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় আহত দুই সিভিক ভলেন্টিয়ারের মধ্যে একজনের এখনও চিকিৎসা চলছে সিউড়ি সদর হাসপাতালে এবং আরো একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার অভিযুক্তদের সিউড়ি আদালতের অবকাশ কালীন আদালতে পেশ করা হলে বিচারক তাদের ১২ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানার পুরন্দরপুর মোড়ে রাস্তায় যানজট থাকায় দুই সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ বাগদী ও বিমল মার্ডী তিন বাইক আরোহি সেখ আঙ্গুর, সেখ সাইফুল ও লালচাঁদ শেখকে দাড়াতে বলেন। অভিযোগ তারা রাস্তায় না দারিয়ে এগিয়ে যেতে চান। সেই সময় সিভিক ভলেন্টিয়াররা তাদের পথ আটকায় এবং আইন মেনে চলতে বলেন বললে দাবী পুলিশের। কিন্তু অভিযুক্তরা সে কথা না শুনে বাইক থেকে নেমে ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে মারধর করেন বলে অভিযোগ। ঘটনায় তাঁদের বিরুদ্ধে সিউড়ি থানায় মামলা করেছেন তারা। সেই ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ছোট কুষ্টিগিড়ি গ্রামের বাসিন্দা ওই তিন বাইক আরোহী করে গ্রেপ্তার করে আজ আদালতে পেশ করে। উল্লেখ্য এর আগে বীরভূমের সিউড়ি সহ বেশ কিছু এলাকায় সিভিক ভলেন্টিয়ারদের ওপর আক্রমন হয়েছিল। প্রতিক্ষেত্রে পুলিশ সেই সব অভিযুক্তদের গ্রেপ্তার করে। এই মামলার সরকার পক্ষের আইনজীবি বিকাশ পৈতন্ডি বলেন, শনিবার বিকালে সিউড়ি থানার পুরন্দরপুর তিন মাথা মোড়ে পুরন্দরপুর স্কুলের কাছে দুইজন সিভিক ভলেন্টিয়ার রঘুনাথ বগদি ও বিমল মাড্ডি কর্তব্য রত ট্রাফিক নিয়ন্ত্রন কর ছিলেন। সেই সময় একটি মোটর বাইকে করে তিনজন বাইক আরোহি সেখ আঙ্গুর, সেখ সাইফুল ও লাল চাঁদ আসছিলেন। তাদেরকে রাস্তায় যানজট থাকার কারনে দারাতে বলা হলে তারা বাইক থেকে নেমে সেই সিভিকের ওপর হামলা চালায়। তাদের মারধর করে। এই মর্মে পুলিশের পক্ষ থেকে ওই তিনজন অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে ১৮৬, ৩৫৩,৩৩২,৩৬০, ১০৬/৩৪ আর্মস ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন বিচারক তাদের বিরুদ্ধে ১২ দিনের জেলহেফাজতের নির্দেশ দিয়েছেন।
কৌশিক সালুই
[uam_ad id=”3726″]