Home » জেলার খবর » আম্বেদকর জন্মজয়ন্তী পালিত হল দুবরাজপুরে

আম্বেদকর জন্মজয়ন্তী পালিত হল দুবরাজপুরে

দুবরাজপুর : ১৬ ই এপ্রিল : দুবরাজপুর শহরে ডাঙ্গালতলায় ডঃ ভীমরাও আম্বেদকরের ১২৬ তম জন্মজয়ন্তী উৎসব পালিত হল। দুবরাজপুর মেমোরিয়াল কমিটির সম্পাদক রতন সাহার অনুপ্রেরণায় এই জন্মতিথি প্রতিবছর শহর দুবরাজপুরে পালিত হয় আসছে। পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষের অধিকারের দাবিতে যে মানুষটি সর্বত্রভাবে তাদের পাশে থেকে আইনি লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁর আদর্শ , অনুপ্রেরণা, চিন্তাধারা বর্তমান সমাজে আজও অমিল। তাই আজকের দিনেও ভারতীয় সংবিধানের অন্যতম প্রবাদ প্রতিম সেই মহান মানুষটি সর্বত্র সম্মানীয়।
এই অনুষ্ঠানের শুরুতেই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন শহরের কাউন্সিলার শুভ্রা পান্ডে। উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা, গান , কবিতা ছাড়াও শহরের বিশিষ্ট মানুষের বক্তব্য ছিল অনুষ্ঠানের অন্য অঙ্গ। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপিতা পীযুষ পান্ডে , প্রভাতী চ্যাটার্জী, বীরভূম জেলা তপসিলি আদিবাসী সম্পাদক এডভোকেট অমিয় কুমার সাহা।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ

Comments