Home » জেলার খবর » উদ্ধার হল চুরি যাওয়া অধিকাংশ স্বর্ণালঙ্কার

উদ্ধার হল চুরি যাওয়া অধিকাংশ স্বর্ণালঙ্কার

বীরভূম পুলিশের এর থেকে বড় সাফল্য আর কি হতে পারে ? চুরির ৩০ দিনের মধ্যেই তদন্ত করে আগেই কিনারা করে ফেলেছিল এবং অর্ধেক স্বর্ণালঙ্কার সহ গ্রেফতারও করা হয়েছিল একজনকে। এরপর গত মাসে সিউড়ির পি.সি.চন্দ্রের চুরি যাওয়ার প্রায় অধিকাংশ অলঙ্কারই উদ্ধার যুদ্ধকালীন তৎপরতায় মাত্র দুমাসের মধ্যেই। বীরভূমের মধ্যেই শুধু নয় গোটা রাজ্যেই এমন চুরির ঘটনা বিরল। নামকরা ওই স্বর্ণ দোকান থেকে বড় মাপের পরিকল্পনায় দেওয়ালের সিঁদ কেটে চুরি করা হয়েছিল ৫ কোটি টাকার বেশি স্বর্ণালঙ্কার। এত বড় মাপের চুরি ও পরিকল্পনা শেষ পর্যন্ত বীরভূম পুলিশের কাছে আত্মসমর্পণ করলো। অধিকাংশ অলঙ্কারের সাথে সাথে গ্রেফতারও করা হয় দুজনকে।

Comments