বীরভূম ২ আগস্টঃ- বীরভূমের দুবরাজপুর শহরে ভয়াবহ আকার ডেঙ্গুর। গত সাত দিনে প্রায় ২০ জন আক্রান্ত হয়েছেন। আর জেলার অন্যান্য স্থানে ৪ জন আক্রান্ত হয়েছে ডেঙ্গীতে। পরিস্থিতি মোকাবিলায় জেলা স্বাস্থ্য দফতর ও দুবরাজপুর পুরসভা যৌথ ভাবে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করেছে। আক্রান্তদের সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা চলছে। বুধবার স্থানীয় বিধায়ক নরেশচন্দ্র বাউরী এলাকা পরিদর্শন করেন।
বীরভূম জেলা স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে দুবরাজপুর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ইসলামপুরে বিগত এক সপ্তাহে প্রায় ১৯৮ জন জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এখনো পর্যন্ত ২০ জনের রক্তে ডেঙ্গী ধরা পড়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে মঙ্গলবারই ১১ জন ডেঙ্গী রোগী চিহ্নিত হয়েছে।তারা বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষ বিভাগে চিকিৎসাধীন। এর আগে ৯ জন আক্রান্ত হয়ে ছিলেন। তাঁদের চিকিৎসা সিউড়ি হাসপাতালে হয়েছিল ও বর্তমানে তারা সুস্থ বলে জানা গিয়েছে। দুবরাজপুর পুরসভার পুর প্রধান পীযুষ পান্ডে বলেন, পুরসভা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সচেতন করছে। এলাকার নর্দমা ও ঝোপ জঙ্গল পরীক্ষার নিয়মিত করা হচ্ছে। চুন ব্লিচিং ছড়ানোরা পাশাপাশি ফগিং করা হচ্ছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি বলেন, ডেঙ্গী মোকাবিলাতে স্বাস্থ্য দফতর সবধরনের পদক্ষেপ নিয়েছে। আমি নিজে এলাকায় গিয়ে পরিস্থিতির উপর নজর রাখছি। ডেঙ্গী মোকাবিলায় সাধারন মানুষের সচেতনতা প্রয়োজন। এডিস মশার কামড়ে ডেঙ্গী হয়। আর এডিস মশা পরিষ্কার জমা জলে হয়। নর্দমা বা অপরিচ্ছন্ন নোংরা জলে এই মশা হয় না। তাই বাড়ি বা তার চারপাশে কোন পাত্রে জল জমে না থাকে সেটার উপর নজর দিতে হবে। তাহলে ডেঙ্গী কে নিয়ন্ত্রন করা খুব সহজ হবে। আক্রান্তদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করেছে স্বাস্থ্য দফতর।
তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]