Home » জেলার খবর » দ্বারবাসিনী মেলা

দ্বারবাসিনী মেলা

মহঃবাজারের দ্বারকা নদীর তীরে একদিনের দ্বারবাসিনী মেলা। পৌষ সংক্রান্তি বা মকরসংক্রান্তিতে মায়ের মন্দিরে পূজাকে কেন্দ্র করে এই মেলার আয়োজন।একদিনে মেলায় ভক্তদের ভীড় চোখে পড়ার মতো। মেলা কমিটির অন্যতম কালিপ্রসাদ ব্যানার্জী জানিয়েছে প্রায় সাড়ে তিনশো বছর ধরে রীতি মেনে এই পূজার আয়োজন হয়ে থাকে। একদিনের এই মেলায় হাজার হাজার মানুষ এসে ভিড় জমান। মন্দির প্রাঙ্গনে বিশেষ আকষর্ণ ‘দুটি পাথর’। এই পাথর দুটিকে কাঁধে তোলার প্রতিযোগিতা চলে একেবারে।চেষ্টা অনেকেই করেন কিন্তু তোলা সবার পক্ষে তোলা সম্ভব হয় না। কিছু মানুষ সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত এই পাথর তোলার চেষ্টা করেই যান।
দ্বারবাসিনী থেকে পাপাই বাগদি, বীরভূম লাল মাটির দেশ।

-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]

Comments