Home » জেলার খবর » দুচোখে স্বপ্ন দুচাকায় বিশ্ব ভ্রমন

দুচোখে স্বপ্ন দুচাকায় বিশ্ব ভ্রমন

নলহাটি : ছোটবেলায় বাবা মাকে হারিয়ে মানুষ জ্যাঠা জেঠিমার কোলে। একাদশ শ্রেণীতে পড়া কালীনই তার যাত্রার শুরু, শুধু স্বপ্ন সাইকেলে করে বিশ্ব দেখবে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষার প্রস্তুতিও দরকার , তাই যেকোনো স্কুলে ঢুকে পরীক্ষার প্রস্তুতিও নেয়, নাম তীর্থ কুমার রায়, স্থায়ী বাসস্থান জলপাইগুঁড়ি।
গত এক বছরের তার এই যাত্রাপথে পেরিয়ে গেছে অনেকগুলি গ্রাম, শহর ,জেলা, আর এভাবেই দেখতে দেখতে সে আজ পা রেখেছে বীরভূমের নলহাটিতে। একটি সাইকেল, সাইকেলের সামনে ভারতের জাতীয় পতাকা, সামনে তার সমন্ধে লেখা একটি বোর্ড, নিজস্ব কিছু সরঞ্জাম নিয়েই সে আজ বীরভূম লাল মাটির দেশের অতিথি। আগামী এক দুদিনের মধ্যেই হয়তো সে বীরভূম থেকে পাড়ি দিয়ে চলে অন্য কোনো জেলায়।
ঈশ্বরের কাছে প্রার্থনা করি তীর্থ কুমারের আগামী দিনের বিশ্ব ভ্রমনের স্বপ্নপূরণ হোক ।
ছবি ও তথ্যঃ রজত ঘোষ

Comments