Home » জেলার খবর » মুরগির ডিমের ভিতর একি?

মুরগির ডিমের ভিতর একি?

মুরগির ডিমের ভেতর থেকে বেরিয়ে এল এক অদ্ভুত দর্শন জীব। যা দেখতে ঠিক সাপের বাচ্চার মতো। এরকমই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগরে। রবিবার দুপর নাগাদ রাজনগরের আড়ালি গ্রামের ডাক্তার পাড়ার বাসিন্দা মমতাজ বিবি গোটা চারেক মুরগির ডিম নিয়ে রান্নার জন্য বসেছিলেন। প্রথম ডিমটি ফাটিয়ে তা পাত্রে ঢালতেই চোখ ছানাবড়া মমতাজ বিবির। পাত্রে ডিমের কুসুমের মধ্যে নড়াচড়া করছে সাপের বাচ্চার মতো দেখতে অদ্ভুত একটি জীব। সঙ্গে সঙ্গে পাত্রটি প্রতিবেশী এক মাস্টার মশায়ের বাড়িতে নিয়ে আসেন। ঘটনার কথা চারিদিকে চাউর হতে সেখানে ভীড় জমাতে থাকেন কৌতূহলী প্রতিবেশীরা। অদ্ভুত ঐ জীবটি লম্বায় প্রায় ৭ ইঞ্চির মতো। গ্রামের ঐ সব কৌতূহলী মানুষেরা এটিকে সাপের বাচ্চা মনে করলেও স্থানীয় বিজ্ঞানমনস্ক  ব্যাক্তিরা এটিকে মুরগির ভ্রূণই মনে করছেন। কড়িধ্যা যদুরায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডাঃ কল্যান ভট্টাচার্য জানিয়েছেন এটি মুরগিরই ভ্রূণ। ঠিকমতো নিষিক্ত না হওয়ায় এটি এরকম আকার ধারন করেছে।
ছবি ও তথ্য- খান আরশাদ, রাজনগর, বীরভূম।
[uam_ad id=”3726″]

Comments