Home » জেলার খবর » হাইওয়ে মেরামতির কাজ পরিদর্শন করলেন জেলাশাসক

হাইওয়ে মেরামতির কাজ পরিদর্শন করলেন জেলাশাসক

আজ সকাল দশটা নাগাদ বীরভূম জেলাশাসক গত রবিবারের চন্দ্রভাগা ব্রিজের কাছে ভেঙে যাওয়া ন্যাশনাল হাইওয়ে মেরামতির কাজ পরিদর্শনে পৌঁছে যান। গত রবিবারের এমন দুর্ঘটনার পর যান চলাচল সেদিনের জন্য একেবারেই বন্ধ ছিল। ধীরে ধীরে পরের দিন কেবল মাত্র দুচাকা পারাপারের অনুমতি মেলে। সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলতে থাকে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি থেকে একটি দিক খুলে দেওয়া হয় বড় গাড়িগুলোর পারাপারের জন্য। এখনও কাজ চলছে সেই দ্রুত গতিতেই। আশা করা যায় খুব শীঘ্রই স্বাভাবিক যান চলাচল শুরু হবে।
আজ পরিদর্শনের সময় জেলাশাসকের সাথে ছিলেন এসডিও সিউড়ি সদর কৌশিক সিনহা, ডিএসপি এন্ড ডি এন্ড টি আনন্দ সরকার অন্যান্য অধিকারীকেরাও। জেলাশাসক জানান এখনও চারদিন ঘুর পথেই সিউড়ি-কলকাতা যান চালানো হবে। আজ জেলাশাসক, পুলিশ এবং হাইওয়ে ডিভিশনের অধিকারীকেরা সমস্ত কিছু পরিদর্শন করার পর সিদ্ধান্ত নেন।
ভিডিও জীবন চক্রবর্তী
[uam_ad id=”3726″]

Comments