দুবরাজপুর : পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারগুলির মধ্যে ১৭ টি দুস্থ পরিবারের হাতে এককালীন ৪০ হাজার টাকা করে প্রদান করা হল। যে সমস্ত পরিবারের করতে অথবা সেই পরিবারের মহিলা যদি ষাট বছরের আগে মারা যায় তাহলে সেই পরিবারগুলি এই প্রকল্পের আর্থিক সাহায্য পাবে বলে খবরে জানা যায়। ২০১১ সালে যখন এই প্রকল্প চালু হয়েছিল তখন সহায়তা প্রকল্পে ১০ হাজার টাকা দেওয়া হত। পরবর্তী সময়ে ২০১৪ সাল থেকে এই টাকার পরিমান ৪০ হাজার টাকা করা হয়েছে । ষাট বছরের আগে কেউ মারা গেলে সেই পরিবারের হাতে এই টাকা তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হল , সেই পরিবারগুলি যাতে আর্থিক দিক দিয়ে পিছিয়ে না পরে। বাড়িতে গরু ছাগল প্রতিপালন ও ছোট ব্যবসা করে সেই পরিবারগুলি কিছুটা হলেও সুবিধা পাবে বলে শহরের পৌরপতি পীযুষ বাবু জানান।
তথ্যঃ নয়ন দাঁ