Home » জেলার খবর » বৃষ্টি কমতেই জল বাহিত রোগের প্রকোপ

বৃষ্টি কমতেই জল বাহিত রোগের প্রকোপ

বীরভূম ২৭ জুলাইঃ- জেলার বৃষ্টি কমতেই শুরু হয়েছে জল বাহিত রোগের প্রকোপ। বীরভূমের খয়রাসোল ব্লকের বড়রা গ্রাম পঞ্চায়েতের কৌথি গ্রাম বহু মানুষ ডাইরিয়া তে আক্তান্ত হয়েছেন। গ্রামে বৃহস্পতিবার মেডিক্যাল টিম গিয়ে পরিস্থিতির মোকাবিলা করছে।
জেলা স্বাস্থ্য দফতর ও এলাকা সুত্রে জানা গিয়েছে কৌথি গ্রামের মুসলিম পাড়া ও বাউড়ি পাড়াতে গত সোমবার রাত্রি থেকে ডাইরিয়ার প্রকোপ শুরু হয়। গত দুই দিনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে এখনো পর্যন্ত প্রায় ৫২ জন মানুষ ডাইরিয়াতে আক্রান্ত হয়েছেন। ২৫ জন আক্রান্ত মানুষ স্থানীয় নাকরাকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন, দুব রাজপুর গ্রামীন হাসপাতালে ও সিউড়ি সুপার স্পেসালিটি হাসপাতালে চিকিৎসাধীন কয়েক জন এলাকা সুত্রে দাবি করা হয়েছে। এদিন পৃথক তিনটি মেডিক্যাল টিম এলাকায় গিয়ে চিকিৎসা করেছে ওষুধ ও চুন ব্লিচিং চড়িয়েছে। বড়রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সবসময়ের জন্য খোলা রাখা হয়েছে। স্থানীয় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আবরার হোসেন বলেন, আমি স্থানীয় ক্লাবকে নিয়ে আক্রান্ত এলাকায় গিয়ে স্বাস্থ্য দফতরের দলকে সহায়তা করেছি এবং এই রোগ থেকে কিভাবে বাঁচা যাবে তা নিয়ে সচেতন করেছি। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আড়ি বলেন, ওই এলাকায় ডাইরিয়া পরিস্থিতি নিয়ন্ত্রনে। পানীয় জল থেকেই এই রোগ ছড়িয়েছে। প্রশাসনকে বলেছি পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্রুত পানীয় জলের ব্যবহার করতে।
তথ্যঃ মায়া সালুই
[uam_ad id=”3726″]

Comments