Home » জেলার খবর » দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল হতে চলেছে পুর্ণাঙ্গ হাসপাতাল

দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল হতে চলেছে পুর্ণাঙ্গ হাসপাতাল

দুবরাজপুরঃ- বীরভূমের দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে পুর্নাঙ্গ হাসপাতাল হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। জেলা হাসপাতাল গুলিতে আরো পরিষেবার মান বাড়িয়েছেন। ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিকেও স্টেট জেনারেল হাসপাতালে উন্নীত করতে শুরু করেছেন সেই মতো দুবরাজপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি খুব দ্রুত হাসপাতালে উন্নীত হতে চলেছে। এই বিষয়ে প্রস্তাব গ্রহণও হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।
ভারতের স্বাধীনতা লাভের পর স্থানীয় হেতমপুরের রাজা রেবতী রঞ্জন চক্রবর্তী ও তার ভাই মাধবী রঞ্জন চক্রবর্তী প্রায় ২ একর জমি দান করেন দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করার জন্য। সেখানে গড়ে ওঠে ১০ শয্যার স্বাস্থ্য কেন্দ্র। বর্তমানে সেখান চার জন চিকিৎসক, ৭ জন স্বাস্থ্য কর্মী,৪ জন সুইপার আছে। দুব রাজপুর এর ১০ টি গ্রাম পঞ্চায়েত এলাকা ও পুর সভার প্রায় ৩০ হাজার এবং ইলাম বাজার ব্লক, খয়রাসোল, রাজনগর ব্লকের বহু মানুষের ভরসা এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। হাসপাতালের বহির বিভাগে কয়েকশো রোগী আসেন প্রতিদিন চিকিৎসার জন্য। এর সঙ্গে শয্যা খালি থাকেনা কোন দিন। রোগীর চাপ দিনের পর দিন বাড়তে থাকায় এর পরিকাঠামো উন্নীত করার প্রয়োজন হয়ে পড়েছে। সন্তান প্রসব ছাড়া রোগীদের সিউড়ি সদর হাসপাতালে রেফার করে দেওয়া ছাড়া কোন উপায় থাকেনা চিকিৎসকদের। প্রায় বাধ্য হয়েই প্রায় রোগীরা সিউড়িতে যান চিকিৎসার জন্য। তৃনমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ সভাপতি মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর পুরসভার পুরপ্রধান পীযুষ পান্ডেরা বলেন, জন সংখ্যার বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামো উন্নীত করার প্রয়োজন হয়েছে। সেই মতো রাজ্য সরকার এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে হাসপাতাল করে দেওয়ার আর্জি জানিয়ে ছিলাম আম্রা,সেই মতো হাসপাতাল হবে এখানে।

তথ্যঃ কৌশিক সালুই
ছবি : রনজিৎ দাস
[uam_ad id=”3726″]

Comments