দুবরাজপুর শহরে পৌর উদ্যোগে দীর্ঘদিন ধরে শহরবাসীকে যে পানীয় জল সরবরাহ করা হয়, টানা বৃষ্টিতে সেই পানীয় জলের পাইপ ভেঙে যাওয়ায় পৌর এলাকার মানুষ পানীয় জল পাচ্ছে না। গত ৫ দিন ধরে বন্ধ জল সরবরাহ। এই বিষয়ে পৌরপতি পীযুষ পাণ্ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান আমাদের এলাকার জল সরবরাহের জন্য অজয় নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে না হয়। মাঝপথে শাল ও হিংলো নদী দিয়ে প্রবেশ করেছে এই পাইপ লাইন। কিন্তু ৬০ নং জাতীয় সড়কে যারা ব্রিজ তৈরির কাজ করছেন তারা জল পাশের পাইপগুলি বন্ধ এবং জলের তোড়ে পাইপগুলি ভেঙে যাওয়ায় এমন বিপত্তি। আগামী দুচার দিনের মধ্যেই এই সমস্যার সমাধান করা হবে বলে তিনি জানান। সেজন্য তিনি নিজেই এলাকা পরিদর্শন করেন।
ছবি ও তথ্যঃ নয়ন দাঁ
[uam_ad id=”3726″]