Home » কবিতা ও ছড়া » দুর্গাপূজা ২০১৭

দুর্গাপূজা ২০১৭

আর মাত্র কিছু মাসের অপেক্ষা, তারপর আবার মা আসবেন আমাদের মর্তলোকে।

বর্ষন শেষে, শারদ আকাশে
মৃদু মন্দ ভোরের বাতাসে।
দোলা লাগে কুশকাশে
শিশির জমা ধানের শীষে।
এবার আসিছে মা শরৎ শেষে
থাকুক ধরনী সুস্থ পরিবেশে।

চয়ন পাত্র
অরবিন্দপল্লী, সিউড়ী
বীরভূম

Comments