Home » জেলার খবর » পরীক্ষার ফল ভালো হলেও দুশ্চিন্তায় ভবিষ্যৎ

পরীক্ষার ফল ভালো হলেও দুশ্চিন্তায় ভবিষ্যৎ

লাভপুর মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শোভা মল্লিক এবছর উচ্চ মাধ্যমিকে নাম্বার পেয়েছে ৪৫৭ । পরের জমি ভাগ চাষ করে চলে সংসার, অবসর সময়ে বাবা অন্যের দোকানের খাতাও সারেন। এই ভাবে ৫ সদস্যের সংসারে নিত্য অভাব অভিযোগ। এই অভাবের মধ্যেও মেয়ের এত ভালো ফলাফলে বাড়ির সকলেই খুশি, তবে দুশ্চিন্তায় ভবিষ্যৎ।
ময়ূরেশ্বরের ষাটপলশা উচ্চবিদ্যালয়ের মৌলি ঘোষ। প্রাপ্ত নাম্বার ৪৬৬। বাড়িতে দুবিঘা জমি, যার উপরই নির্ভরশীল গোটা পরিবার। ভালো নাম্বারে সকলে বেশ খুশি হলেও অভাবের সংসারে দুঃশ্চিন্তা ভবিষ্যতের কলেজে পড়াশুনা নিয়ে। এখান থেকে মূলত ২০-২৫ কিমি দূরত্বে , সেক্ষেত্রে প্রতিদিন যাতায়াত অথবা হোস্টেলে থাকা দুটি ক্ষেত্রই বেশ ব্যয়বহুল। এছাড়াও আছে টিউশন বা অন্যান্য খরচ।
ছবি ও তথ্যঃ আনন্দবাজার পত্রিকা
[uam_ad id=”3726″]

Comments