দেওয়াল লিখন তো অনেক রকম দেখেছেন ! ভোটের সময় দেওয়াল লিখন ! বিভিন্ন দোকানের প্রচারে দেওয়াল লিখন ! আরও কতো কি ! কিন্তু এমন দেওয়াল লিখন কি কখনো চোখে পড়েছে আপনার ?
হ্যাঁ দেখলে অবাক তো হবেনই। সিউড়ি শহরের বিভিন্ন এলাকার বিভিন্ন দেওয়ালে এরকম শ-খানেক লেখা রয়েছে। কখনো বা আপনার চোখে পড়ে ,আবার কখনো এড়িয়ে যায় আপনার নজরকে।
কিন্তু এগুলি কোনো দলের বা দোকানের প্রচারে নয়।কিন্তু কারা এমন লিখে দিয়ে যায়? মানুষকে সচেতন করতেই কোনো অজানা মহাপুরুষ এর সমাজকে লেখা। সে ব্যাপারে অবশ্য কারোরই কিছু জানা নেই? কোথায় থেকে আসে তাদের কালির খরচ তাও কারোর নেই জানা। সকলের বক্তব্য রাতের অন্ধকারে এমনটা লিখে দিয়ে যায় কেউ ? হ্যাঁ কেউ বা কারা। কি আছে সেই দেওয়াল লিখনে! এবার দেখে নেওয়া যাক…..
” সত্যবাদী হও, মানুষকে ভালোবাসো, তবেই মানব জন্ম সার্থক হবে।”
” ভিখারি তিরস্কার করিস না, তোরই একদিন এমন হতে পারে। ”
“সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ তুমি, সুন্দর হও। পরনিন্দা মহাপাপ।”
” গাঁজা মদ খেয়ে কি লাভ?”
ইত্যাদি।
তথ্যঃ কৌশিক সালুই