আপনি কি জানেন এবার থেকে আপনার বাড়ির ইলেক্ট্রিক রডিং মিটার কোথায় থাকবে?
WBSEDCL এর নতুন নিয়ম অনুসারে আপনার বাড়ির ইলেক্ট্রিক রিডিং মিটার আর আপনার বাড়ির ভিতর রাখা যাবে না। রাখতে হবে বাড়ির বাইরে। সেই অনুসারে এই কাজের তৎপরতাও শুরু হয়ে গেছে। এখন যারা নতুন কানেকশন নিচ্ছেন তাদের প্রথম থেকেই বাইরে মিটারের ব্যবস্থা করা হচ্ছে আর পুরাতন মিটারের ক্ষেত্রে স্থানান্তরের কাজ শুরু হয়েগেছে। পুরাতন মিটার স্থানান্তরের ক্ষেত্রে আপনাকে যিনি বিল সংগ্রহ করতে তিনি একটি কাগজের স্লিপ দিবেন। সেই স্লিপ এবং আপনার শেষ বিলের জেরক্স কপি নিয়ে অফিসে দেখা করতে হবে। তারপর অফিস থেকে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহন করবে।