ফাইল ভিডিও- পার্থ লেট, মহুলা
নিম্নচাপ কাটতেই উত্তুরে হাওয়ার দাপট। যার জেরেই ডিসেম্বরের শেষের দিকে স্বাভাবিকের নিচে নামল জেলার তাপমাত্রা। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। নভেম্বরের শেষে উত্তুরে হাওয়া সক্রিয় হলেও বাধা তৈরি করে নিম্নচাপ। তার জেরে বাড়তে থাকে তাপমাত্রা। সেই বাধা কেটে যেতেই ফের উত্তুরে হাওয়া প্রবেশ করায় একধাক্কায় পারদ নামতে শুরু করে। শান্তিনিকেতন সূত্রে খবর দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস।
[uam_ad id=”3726″]