প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমায় বীরভূমের লাভপুরে শুরু হলো একান্ন পিঠের এক পিঠ এই ফুল্লরা মহামেলা। কথিত আছে আজকের দিনে মাকে দেখা পেয়েছিলেন এক সাধক,সে থেকেই আজকের দিনে এখানে বিশেষ পূজার আয়োজন করা হয়। দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা আসেন আজ বিশেষ পূজা দিতে। বেশ কিছু এলাকা থেকে আখরা নিয়ে এসে ভক্তদের চলে মহাপ্রসাদ খাওয়ানোর কাজ। একান্ন পিঠের এক পিঠ,এখানে দেবীর উর্দ্ধ ওষ্ঠ পতিত হয়েছিল বলে মতান্তরে একে অট্টহাস বলেও প্রচলিত ছিল।এখানে মা ফুল্লরা দেবী জয়দূর্গা নামে পূজিত হন।
ছবি ও তথ্য পরিতোষ দাস
-বিজ্ঞাপন-
[uam_ad id=”3726″]