উত্তর বঙ্গের ভয়াবহ বন্যায় দুর্গত দের পাশে দাঁড়ালেন বীরভূমের বালি ব্যবসায়ীরা। সোমবার সিউড়িতে অতিরিক্ত পুলিশ সুপার( ডি এন্ড টি)আনন্দ সরকার ও সিউড়ি থানার আই সি দেবাশিস পাণ্ডার হাতে ত্রান সামগ্রী বোঝায় একটি লড়ি তুলে দেন। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ত্রান সংগ্রহ করা হচ্ছে জেলা জুড়ে। তাতে সামিল হচ্ছে জেলার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী ও ব্যবসায়ী সংগঠন থেকে সাধারন মানুষ। সেই ডাকে সারা দিয়ে বীরভূমের ময়ূরাক্ষী বালি ঘাট মালিক সমিতির সদস্যেরা সিউড়িতে এসে চাল, ডাল, আলু ,পেঁয়াজ, ওষুধ,শিশু খাদ্য, বিস্কুট, পাওরুটি কেক, চিঁড়ে ও গুড় বোঝায় করে একটি লড়ি পুলিশের হাতে তুলে দিয়েছে এদিন। বালি ঘাট মালিক সমিতির পক্ষ থেকে মদন মোহন মন্ডল, কাজল শা, বুবাই সরকাররা বলেন, উত্তর বঙ্গের মানুষেরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছে। পুলিশের উদ্যোগে যে ত্রান সংগ্রহ চলছে তাতে আমরাও সামিল হয়েছি। আমাদের ত্রানের লড়িটি এদিনই উত্তর বঙ্গের উদ্দেশ্যে রওনা দেবে। এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে কিছু টাকাও মুখ্য মন্ত্রীর ত্রান তহবিলে দেবো আমরা।
ছবি ও তথ্যঃ কৌশিক সালুই
[uam_ad id=”3726″]