Home » কবিতা ও ছড়া » খুঁজি তোমায় মহাত্মা

খুঁজি তোমায় মহাত্মা

নিজস্ব লেখা – কাবু মন্ডল

gandhiদেশটা নাকি হারিয়েছে পৌরুষ,
তোমার পথে চলে,
তুমি নাকি ছিলে কাপুরুষ এক,
শুনতে পাই সবাই বলে।

নেতাজি নাকি হারিয়েছিল প্রাণ,
তোমার ষড়যন্ত্রের ফলে,
দেশভাগের নাকি তুমিই হোতা,
গোরাদের সঙ্গে হাত মিলিয়েছিলে, তলে তলে।

শত অভিযোগ তোমার নামে,
শুনি আজ সবার মুখে,
তুমি কী দিয়েছ?
তারা কী আজ ভুলে গেছে?
স্বাধীন ভাবে বেঁচে সুখে।

ছড়িয়েছিলে শান্তির বাণী,
করেছিলে ভালোবাসায় মন জয়,
তোমার দেখানো সত্যাগ্রহের পথে,
ইংরেজরা বরণ করেছিল পরাজয়।

চোখের বদলে চোখ উপড়ে নিলে,
বলেছিলে, সারা বিশ্ব হবে অন্ধ
নীচু জাতদের হরিজন নাম দিয়ে,
চেষ্টা করেছিলে অস্পৃশ্যতা হোক বন্ধ।

লাঠির জোরে পায়ে হেঁটে,
এনেছিলে লবন তৈরীর অধিকার,
সকল ধর্মের সমন্বয় রাখতে,
দৃঢ় প্রতিজ্ঞ ছিল তোমার অঙ্গীকার।

অহিংসাকেও অস্ত্র করা যায়,
শিখেছিল সমগ্র ভারতবাসী
সবাই তোমায় করে নিয়েছিল বরণ,
উচ্চবিত্ত,মধ্যবিত্ত বা সাধারণ চাষী।

রক্ত মাংসের তুমিও মানুষ,
ছিল দোষ, গূণ, অভিমান,
জন্মদিনে শতকোটি প্রনাম জানাই,
হে ভারত মাতার ঐশ্বরিক সন্তান।

Comments