Home » কবিতা ও ছড়া » ঘুরে আসি

ঘুরে আসি

আন্তর্জাতিক পর্যটন দিবসে সবাইকে অভিনন্দন জানাই।সবাই নিজের সাধ্য মতো ঘুরে আসি চলো…

নিজস্ব লেখা – কাবু মণ্ডল

চলো না আসি ঘুরে,
দেখি ঘরের বাইরের চারপাশ,
সারা জীবনই থাকবে কাজ, বাধা,
তা বলে কী পাবো না অবকাশ?

কত কিছুই না আছে ছড়িয়ে,
সামনে কিংবা দূরে,
ইচ্ছা থাকলেই উপায় হয়,
এক বার আসি ঘুরে।

নানা রঙের, ঢঙের মানুষ,
বিচিত্র তাদের ভাষা, আচার, আহার
সংস্কৃতির বৈচিত্রের উপলব্ধিতে,
বাড়বে জ্ঞানের আধার।

ইতিহাসের অমর সৃষ্টি,
বর্তমানের অদ্ভুত শিল্পকলা,
পাহাড়, পর্বত, মরুভূমি ,সাগর,
কিংবা আসি দেখে হরেক রকম মেলা।

ঘরকুনো হলে পরে,
মানব জীবন বিফল,
পিঠে ব্যাগ ,পকেটে এটিএম কার্ড
দরকারি ওষুধপত্র নিয়ে,
সবাই বেরিয়ে পড়ি চল

Comments