শান্তিনিকেতন : বীরভূম তথা বাংলায় বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে অন্যান্য পূজার মত ধর্মরাজ পূজাও হয়ে থাকে বেশ ধুমধামের সঙ্গে। কিন্তু এক্ষেত্রে গোয়ালপাড়ার ধরম পূজা যেন একটু আলাদায় মাত্রা এনে দিয়েছে সকলের মধ্যে। বীরভূম ছাড়াও বাংলার বিভিন্ন প্রান্তে এই গোয়াল পাড়ার ধরম পূজার নাম ডাক শোনা যায়। প্রতি বছর দোল পূর্ণিমার পরের পূর্ণিমায় এই পূজা হয়ে থাকে।
এখানে প্রতি বছর শতাধিক ঢাকি একেবারে বিনা পারিশ্রমিকে ঢাক বাজিয়ে যান। মানুষের ভিড়ও চোখে পড়ার মত। পূজার আরও একটি বিশেষত্ব হল – মেঘ গর্জন।
এ ছাড়াও কাঁটা খেলা, আগুন নিয়ে খেলা ইত্যাদি বিভিন্ন রকম খেলাও এই পূজার অন্যতম অঙ্গ।
Image & info – Abhishek Chatterjee