“গ্রীন বীরভূম” কর্মসূচি নিয়ে আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে আজ (১৮ই আগষ্ট ২০২৪) পৌঁছে গেছিলাম বীরভূম জেলা পরিষদ পরিচালিত সিউড়ি আম্বেদকর পার্কে।
আম্বেদকর পার্কে দৈন্দিন মর্নিং ওয়াক করে যেসব মানুষজন তাদের সাথে নিয়ে রোপণ করা হলো চারা গাছ। এই গাছ গুলি পরিচর্যা করার দায়িত্ব নিয়েছেন পার্কে মর্নিং ওয়াক করা মানুষজনেরাই। আমরা উনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের আশা এই গাছগুলি একদিন মাহীরুহে পরিণত হবে এবং সমাজের বুকে মহীরুহ হয়ে সুশীতল ছায়া দেবে।
আসুন, একসাথে আরও বেশি গাছ লাগাই এবং পরিচর্যা করে তাদের বড়ো করে আমাদের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তুলি।