“গ্রীন বীরভূম” কর্মসূচি নিয়ে আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে আজ (১০ই আগষ্ট ২০২৪) পৌঁছে গেছিলাম সিউড়ি মিউনিসিপ্যালিটি অন্তর্গত সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (উচ্চবিদ্যালয়) রক্ষাকালিতলা এ।
বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে রোপণ করলাম চারা গাছ। এই গাছগুলি একদিন মাহীরুহে পরিণত হবে, সাথে সাথেই রোপনকারী ছাত্রছাত্রীরাও একদিন এই সমাজের বুকে মহীরুহ হয়ে সুশীতল ছায়া দেবে।চারিপাশের বিষবাষ্প শোষণ করে লালন করবে ভবিষ্যৎ সৃজনের সম্ভাবনা, এই আমাদের আশা।
আসুন, একসাথে আরও বেশি গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তুলি।