Home » গ্রীন বীরভূম » “গ্রীন বীরভূম” কর্মসূচি নিয়ে একই সঙ্গে পৌঁছে গেছিলাম তিনটি বিদ্যালয়ে ।

“গ্রীন বীরভূম” কর্মসূচি নিয়ে একই সঙ্গে পৌঁছে গেছিলাম তিনটি বিদ্যালয়ে ।

“গ্রীন বীরভূম” কর্মসূচি নিয়ে আমরা বীরভূম লাল মাটির দেশের পক্ষ থেকে আজ (১০ই আগষ্ট ২০২৪) একই সঙ্গে তিনটি বিদ্যালয়ে পৌঁছে গেছিলাম।
১. মোঃ বাজার ব্লক অন্তর্গত প্যাটেলনগর অতুলভাবিনী প্রাথমিক বিদ্যালয়ে বালিকা বিদ্যালয়।
২.সিউড়ি-২ ব্লক অন্তর্গত কালিতলা বেহিড়া প্রাথমিক বিদ্যালয়।
৩. সিউড়ি মিউনিসিপ্যালিটি অন্তর্গত সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির (উচ্চবিদ্যালয়) রক্ষাকালিতলা ,সিউড়ি
বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে রোপণ করলাম চারা গাছ। এই গাছগুলি একদিন মাহীরুহে পরিণত হবে, সাথে সাথেই রোপনকারী ছাত্রছাত্রীরাও একদিন এই সমাজের বুকে মহীরুহ হয়ে সুশীতল ছায়া দেবে।চারিপাশের বিষবাষ্প শোষণ করে লালন করবে ভবিষ্যৎ সৃজনের সম্ভাবনা, এই আমাদের আশা।
আসুন, একসাথে আরও বেশি গাছ লাগাই এবং আমাদের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করে তুলি।

Comments