——কাবু মণ্ডল
মানবতার শ্রেষ্ঠ অবদান,বিজ্ঞান,
আজকের দিনে মানুষ তুমি, করেছ চরম অপমান।
বিজ্ঞান, তুমি তো হয়েছ স্বার্থপরের হাতের পুতুল।
অস্ত্রের দম্ভে ,বিজ্ঞানের মহৎ আবিষ্কার ,
সবই যেন বিরাট ভুল।
যা দিয়ে করা যায়, মরুভূমিতে জলের উৎপাদন,
তা লাগল কাজে জিততে, রক্তক্ষয়ী রণ।
বিশ্ব আজ বুঝেছে, পরমাণু অস্ত্রের পরিনাম,
তবুও পরমাণু অস্ত্র তৈরিতে নেই বিরাম।
ভবিষ্যতে পৃথিবী, মানবহীন এক অচেনা ভূমি,
জানি না,কোথায় শেষ?
সত্যিই পরমাণু বিজয়ী তুমি।
রক্তের স্বাদ পেয়ে, পরমাণু আজ আরও বিধ্বংসী,
রাষ্ট্রনেতাদের মনকে গ্রাস করেছে,পরমাণুর বিনাশের সৌন্দর্য্য,
যদিও তা ভয়ানক কুশ্রী।
মানুষের হাতে হবে মানবতার ইতি লিখন,
যদি না করতে পারি,পরমাণু অস্ত্রের প্রয়োগকে দমন।
আমরা পারি মোমবাতি জ্বালাতে,করি
প্রতিবাদের মিছিল
জানি না কীভাবে হবে পরমাণু অস্ত্রবিহীন , ধরণী আদিম , অনাবিল।