শুক্রবার যথাযত মর্যাদার সঙ্গে বীরভূমে পালিত হল ১৬৩তম ঐতিহাসিক হুল দিবস। এদিন সকালে সিউড়ি সিধু কানহু প্রাঙ্গণে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। সেখানে সিধু কানহুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভময় মিত্র, অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) রঞ্জনকুমার ঝা প্রমুখ। এদিন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অন্যদিকে বীরভূম জেলা প্রশাসন ও জেলা পরিষদের সহযোগিতায় বোলপুরের রূপপুর গ্রাম পঞ্চায়েতে বালিপাড়ায় জেলা অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় সাঁওতাল বিদ্রোহের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক পি মোহন গান্ধী, জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরি প্রমুখ।
নলহাটিতে আলামপুর গ্রামের মিস্ত্রি হাঁসদা, মিছিল কিস্কু, সজল মুর্মু, বেনু হাঁসদাদের পরিচালনায় পালিত হলো হুল উৎসব। সেখানে প্রধান বক্তা ছিলেন নলহাটির এমএলএ জামান মাষ্টার।
[uam_ad id=”3726″]